Sylhet Today 24 PRINT

নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-মাওয়া সড়ক অবরোধ

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০১৯

নিরাপদ সড়কের দাবিতে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর বাসচাপায় মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জবির শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।

বুধবার (২০ মার্চ) সকাল ১০টা নাগাদ রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা।

এতে গুলিস্তান থেকে সদরঘাট এবং ঢাকা-মাওয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৯টার দিকে তারা ক্যাম্পাসে মানববন্ধন করেন।

পরে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হলে পুলিশ বাধা দেয়। তারা বাধা উপেক্ষা করে রায়সাহেব বাজারে অবস্থান নেয়।

আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে কবি কাজী নজরুল ইসলাম কলেজ, সোহরাওয়ার্দী কলেজ ও আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অবরোধে অংশ নেয়। শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান লেখা ছিল।

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘সড়ক সড়ক সড়ক চাই নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসনের জবাব চাই,’ স্লোগানে কম্পিত হয় পুরান ঢাকা।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে। আমরা সকাল থেকে এখানে উপস্থিত আছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.