Sylhet Today 24 PRINT

স্ত্রী-সন্তান হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০১৯

স্ত্রী ও সন্তানকে হত্যার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

বুধবার (২০ মার্চ) এ রায় দেন ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন- পূবালী ব্যাংকের এজেন্ট ফ্যালকন সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী আমানুল্লাহ আমানকে (৪৫)।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান জানান, মিরপুরের মধ্য পাইকপাড়ার ৬৭/এ নম্বরের আমানুল্লাহর ভাড়া বাসায় ২০১৪ সালের ৫ নভেম্বর সন্ধ্যায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিয়ে বহিবর্ভূত সম্পর্ক নিয়ে বিরোধের জেরে আমানুল্লাহ স্ত্রী আইরীন আক্তার আরজু (৩৭) এবং সাত বছরের ছেলে সাবিতকে শ্বাসরোধে খুন করেন। ওই ঘটনায় মিরপুর থানায় নিহত আইরিনের চাচা ইউনুছ হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ২২ জন এবং আসামির সাফাই সাক্ষ্য শোনেন বিচারক। রায়ে যাববজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আমানুল্লাহকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুইমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলাটির বিচার কার্যক্রম প্রায় তিন বছর হাই কোর্টের আদেশে স্থগিত ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.