Sylhet Today 24 PRINT

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১১ মামলার আসামি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০১৯

কুমিল্লার সদর দক্ষিণে মাদকবিরোধী অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে ১১ মামলার এক আসামি গোয়েন্দা পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর ভাটপাড়া এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন ওরফে জাম্বু মিয়া (৩৫) সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের হারিছ মিয়ার ছেলে।

পুলিশ বলছে, জাম্বু ওই এলাকার একজন ‘কুখ্যাত মাদক চোরাকারবারি’ ছিলেন। তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় মাদক আইনের ১১টি মামলা রয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ বলেন, ‘মাদক চোরাকারবারিরা’ ধনপুর-ভাটপাড়া এলাকায় জড়ো হয়েছে খবর পেয়ে সেখানে অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। পুলিশ সেখানে পৌঁছালে মাদক কারবারীরা গুলি ছোড়ে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী জামাল উদ্দিন ওরফে জাম্বু মিয়া গুলিবিদ্ধ হয়।

পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাম্বুকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ কেজি গাঁজা ও দুই হাজার ইয়াবা উদ্ধার করেছে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.