Sylhet Today 24 PRINT

শার্শায় ঘাতক চালক‌ক‌ে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনা স্কুলছাত্রীর পা বিচ্ছিন্ন

বেনাপোল প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০১৯

যশোরের শার্শায় জিপের চাপায় নিপা নামে এক স্কুল ছাত্রীর শরীর থেকে পা বিচ্ছিনের ঘটনায় যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেছে স্কুলের শিক্ষার্থীরা।

শনিবার (২৩ মার্চ) সকাল ৭ থেকে সকাল ১০টা পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়ক‌ের সাতক্ষীরা মো‌ড়‌ে এ অবরোধ কর্মসূ‌চি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা ব‌লেন, সড়ক দুর্ঘটনার ৪৮ ঘন্টা প‌ে‌রি‌য়ে গেল‌েও পু‌ল‌িশ ঘাতক জিপ চালকক‌ে গ্রেপ্তার করতে পারেনি।

তারা দাবি করেন, অবিলম্বে ঘাতক চালককে গ্রেপ্তার করতে হবে। সেই সাথে আমাদের সহকর্মী নিপার সমস্ত চিকিৎসা খরচ বহনসহ তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে ঘাতক চালককে আটকের প্রতিশ্রুতিসহ ছাত্র-ছাত্রীদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সকাল ১০টার সময় অবরোধ প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, বুধবার (২০ মার্চ) জিপ গাড়ির চাপায় নাভারণ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিপা নামে এক স্কুলছাত্রীর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার সাথে থাকা স্মৃতি ও রিপা নামে আরও দুই স্কুলছাত্রী আহত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.