Sylhet Today 24 PRINT

ট্রলারডুবির ৪ দিন পর নিখোঁজ পুলিশের লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০১৯

ভোটের দায়িত্ব পালন শেষে ফেরার পথে নারায়ণগঞ্জে ট্রলার ডুবে নিখোঁজের চারদিন পর পুলিশ সদস্য সেলিম মিয়ার লাশ পাওয়া গেছে।

বুধবার (৩ এপ্রিল) সকালে বন্দর উপজেলার দিঘিরপাড় এলাকায় মেঘনা-শীতলক্ষ্যার মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ।

সেলিম ছিলেন সোনারগাঁও উপজেলা শহরে পুলিশের শহর পরিদর্শক (টিএসআই)। গোপালগঞ্জের গোপীনাথপুর গ্রামের ইয়ার আলী শেখের ছেলে তিনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, বুধবার সকালে সেলিমের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটি এখনও শনাক্ত করা যায়নি।

প্রসঙ্গত, রোববার জেলার সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ ও চরহোগলা এলাকায় দুটি ভোটকেন্দ্রের নির্বাচনী দায়িত্ব পালন শেষে সন্ধ্যায় ফেরার পথে মেঘনা নদীতে ঝড়ে পড়ে ট্রলার ডুবে যায়। ট্রলারের ১৬ জন উদ্ধার পেলেও নিখোঁজ হন সেলিমসহ তিনজন।

এর আগে ব্যাংক কর্মকর্তা বোরহান উদ্দিন ও আনসার সদস্য রিতা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। বোরহান পিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.