Sylhet Today 24 PRINT

বেনাপোলে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০১৯

বেনাপোল সীমান্ত থেকে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ জাহিদ হাসান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১০ এপ্রিল) সকালে বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক জাহিদ শার্শা উপজেলার শিবনাথপুর বারোপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলের একটি চালান নিয়ে সীমান্তের বারোপোতা গ্রামে অবস্থান করছে। এমন সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল বহনকারী তিনজন চোরাকারবারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি জাহিদকে ধরে ফেলে। এ সময় অন্য দুইজন পালিয়ে যায়। পরে জাহিদের কাছে ৬৬৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

আটক জাহিদকে ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.