Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৯

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ছোট ছনুয়া এলাকার চেমটখালীতে এলাকায় র‍্যাবের টহল দলের সঙ্গে গোলাগুলিতে দেলোয়ার হোসেন (৩২) নামের এক দস্যু মারা যান।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি বন্দুক ও ১৪৫টি গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর এএসপি মাশকুর রহমান বলেন, র‍্যাব-৭ এর দলটি চেমটখালীতে নিয়মিত টহলে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা জলদস্যুরা গুলি ছুড়লে র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থামার স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তার নাম দেলোয়ার হোসেন বলে জানা যায়।

র‍্যাব কর্মকর্তারা জানান, দেলোয়ারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতাসহ মোট ছয়টি মামলা রয়েছে।



বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ছোট ছনুয়া এলাকার চেমটখালীতে এলাকায় র‍্যাবের টহল দলের সঙ্গে গোলাগুলিতে দেলোয়ার হোসেন (৩২) নামের এক দস্যু মারা যান।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি বন্দুক ও ১৪৫টি গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর এএসপি মাশকুর রহমান বলেন, র‍্যাব-৭ এর দলটি চেমটখালীতে নিয়মিত টহলে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা জলদস্যুরা গুলি ছুড়লে র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থামার স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তার নাম দেলোয়ার হোসেন বলে জানা যায়।

র‍্যাব কর্মকর্তারা জানান, দেলোয়ারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.