Sylhet Today 24 PRINT

পাহাড়ে বর্ণিল সাংগ্রাইং উৎসব

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৯

বাংলা নতুন বছর বরণে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং উৎসব।

রোববার দুপুরে খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া থেকে সাংগ্রাইং উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়। পরে মারমা উন্নয়ন সংসদ মাঠে মঙ্গল পানি বর্ষণ, জলকেলী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলী নৃত্য, ছাতা নৃত্য, হাতপাখা নৃত্যসহ বিভিন্ন ডিসপ্লে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল পানখাইয়াপাড়া মারমা পাড়ায়।

সাংগ্রাইং উৎসবের অনুষ্ঠান উপভোগ করতে স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের জড়ো হন খাগড়াছড়িতে। দুই দিন চলবে মারমাদের বৃহৎ সামাজিক অনুষ্ঠান সাংগ্রাইং। এছাড়া রোববার ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসবের দ্বিতীয় দিন।

খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, পহেলা বৈশাখ ও বৈসাবি উৎসবকে ঘিরে সকল জাতিগোষ্ঠী যেন নিরাপদে তাদের উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া পর্যটন কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.