Sylhet Today 24 PRINT

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ রোহিঙ্গা

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৯

কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) ভোরে উখিয়ার পালংখালী এলাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, নিহতরা মাদক পাচারকারী।

নিহতরা হলেন- উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের ১৯ নম্বর ক্যাম্পের ১ নম্বর ব্লকের বাসিন্দা মো. ফারুক হোসেন (২৩) ও সাইফুল ইসলাম (২৮)।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, ভোরে সীমান্তের কাছে বিজিবির টহলদলকে লক্ষ্য করে মাদক পাচারকারীরা অতর্কিতে গুলি ছুড়তে থাকে। বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে তল্লাশি করে ২০ হাজার ইয়াবা ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনই চিহ্নিত মাদক পাচারকারী। তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকপাচারে জড়িত ছিলেন।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.