Sylhet Today 24 PRINT

সুবর্ণচরে ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত, নিহত শিশু

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০১৯

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝড়ো হাওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। আর ঘরচাপা পড়ে নিহত হয়েছে একটি শিশু।

ফণীর কারণে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং নিকটবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় রয়েছে।

শুক্রবার ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনে বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার সময় থেকে নোয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে।

শনিবার এর মধ্যেই ভোররাতে ঝড়ে সুবর্ণচরে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয় বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান জানানা। তিনি বলেন, চর ওয়াপদা ও চর জব্বর ইউনিয়নে প্রচণ্ড ঝড়ে গাছপালা ও শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ সময় ঘরচাপা পড়ে চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এক শিশু নিহত হয়।

নিহত মো. ইসমাইল (২) চর আমিনুল হক গ্রামের আবদুর রহমানের ছেলে।

ঝড়ে চর জব্বর ইউনিয়নে অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.