Sylhet Today 24 PRINT

যৌন হয়রানির প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেলে বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০১৯

শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে কলেজের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিও জানান।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার ইফতার কেনার জন্য এম-৫৫ ব্যাচের এক শিক্ষার্থী হোস্টেল থেকে বের হলে বহিরাগত এক ব্যক্তি তাকে যৌন হয়রানি করে।

ঘটনাটি অধ্যক্ষকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ না নিয়ে ঘটনাটি ‘ধামাচাপা’ দিতে বলেন।

আন্দোলনকারীরা বলে অভিযোগ করেন, হোস্টেলের নিরাপত্তার অভাবে ক্যাম্পাসে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটলেও বিচার পাচ্ছেন না।

তাই অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে যৌন হয়রানির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বৃহস্পতিবার সকালে নারী হোস্টেলের নিরাপত্তারক্ষী রাজা মিয়াকে মারধর করে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে এ হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে কোতোয়ালি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন বলেন, দোষীদের বিচারের আওতায় আনা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ আমলে নিয়ে দোষীদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.