Sylhet Today 24 PRINT

ভারতে কারাভোগ করে দেশে ফিরলো ৩ তরুণ-তরুণী

বেনাপোল প্রতিনিধি |  ২৩ মে, ২০১৯

অবৈধপথে ভারতে পাড়ি দিয়ে সেখানে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাভোগের শেষে বাংলাদেশি তিন তরুণ-তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।

ফেরত আসারা হলেন- নড়াইলের কালিয়া থানার বাবুপুর গ্রামের আকরাম শেখের ছেলে আয়ুব শেখ, একই থানার পুরুলিয়া গ্রামের ইলিয়াছ শেখের মেয়ে লিনা খাতুন ওরফে সুমা ও যশোরের সিরাজগঞ্জ গ্রামের আজিজ মোল্যার ছেলে সোনালী মণ্ডল ওরফে শেফালী খাতুন।

বেনাপোল ইমিগ্রেশনের এসআই রবিউল ইসলাম পলাশ বলেন, ভালো কাজের আশায় তারা ভারতের গুজরাট ও মহারাষ্ট্রের গুয়ায় গিয়ে সে দেশের পুলিশের কাছে ধরা পড়ে। এরপর আদালতের মাধ্যমে একটি আশ্রয় কেন্দ্রে দুই তরুণী ৫ মাস ২০ দিন ও গুজরাট জেলখানায় আয়ুব শেখ ৩১ মাস জেল খাটার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেন।

যশোর রাইটস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এরিয়া কো-অর্ডিনেটর তৌফিকুজ্জামান জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.