Sylhet Today 24 PRINT

শাহজালালে ৮ সোনার বারসহ যাত্রী আটক

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৯

হযরত শাহজালাল বিমানবন্দরে ৮০০ গ্রামের ৮টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

রোববার (২ জুন) ভোর সাড়ে পাঁচটায় কুয়ালালামপুর থেকে বিজি ০০৮৭ নম্বর ফ্লাইটে করে আসা সেলিম নামে ওই যাত্রীকে আটক করেন কাস্টমস গোয়েন্দারা।
জব্দ করা সোনার দাম ৪০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, আটক যাত্রী সেলিমের পাসপোর্ট নম্বর বিবি-০৩৬৪৮৬১। গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা দল জানতে পারে, বিজি-০০৮৭ বিমানে আসা এক যাত্রীর কাছে চোরাচালানের সোনা রয়েছে। এরপর গোয়েন্দা দল ওই ফ্লাইটে আসা যাত্রীদের দিকে নজর রাখে। একপর্যায়ে যাত্রীকে শনাক্ত করা হয় এবং নজরদারিতে রাখা হয়। যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের কাছে সোনা আছে কি না তা জানতে চাওয়া হয়।

সেলিম নিজের কাছে সোনা থাকার কথা অস্বীকার করলে তার দেহ তল্লাশি করা হয়। তখন তার দেহে ধাতব বস্তুর অস্তিত্বের সংকেত পাওয়া যায়। অধিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তার পায়ুপথে সোনার বার থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীতে সময়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সেলিমের পায়ুপথ থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়।

জব্দ করা সোনার বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গোয়েন্দারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.