Sylhet Today 24 PRINT

ভবন বিস্ফোরণের পর দেয়াল ধসে পথচারীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৯

ঢাকার শনির আখড়ায় একটি ভবনে বিস্ফোরণের পর দেয়াল ধসে এক পথচারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন চারজন।

সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শনির আখড়ার আরএস টাওয়ার নামের তিন তলা একটি ভবনে এই ঘটনা ঘটে।

কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ওই ভবনের দোতলা ও তৃতীয় তলায় এক্সিম ব্যাংকের একটি শাখা, নিচতলায় রয়েছে একটি রেস্তোরাঁ। সকালে ভবনের উপরের অংশে হঠাৎ বিস্ফোরণ ঘটলে রাস্তার দিকের অংশের দেয়াল ধসে নিচে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

নিহত ফরিদ আহমেদ (৫০) একজন টুপি বিক্রেতা। কদমতলীর রসুলপুর এলাকায় তার বাসা।

আহতদের মধ্যে একজন রিকশাচালক ও তিনজন ফল ব্যবসায়ী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জামাল উদ্দিন আরও বলেন, সেখানে ঠিক কী ঘটেছিল এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এসির কম্প্রেসর বিস্ফোরিত হওয়ায় দেয়াল ধসে পড়েছে।

তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনই কিছু বলতে রাজি নন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কাজী নজিমুজ্জামান। তিনি বলেন, তদন্ত না করে বিস্ফোরণের কারণ বলা যাবে না। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

নজিমুজ্জামান বলেন, ব্যাংকের মূল কার্যক্রম চলে দোতালায়। আর বিস্ফোরণটি হয়েছে ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণে ভবনের সামনের এবং পেছনের দেয়াল ধসে পড়েছে। আর দোতালায় ধসে পড়েছে সামনের অংশের দেয়াল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.