Sylhet Today 24 PRINT

ইনকিউবেটরে ২৬টি অজগর ছানার জন্ম

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০১৯

চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম পরিবেশে জন্ম নিয়েছে ২৬টি অজগর ছানা।

বৃহস্পতিবার (১৩ জুন) প্রায় ৬০ দিন ধরে হাতে তৈরি ইনকিউবিটরে রাখা ডিম ফুটে এসব অজগর ছানার জন্ম হয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ জানান, চিড়িয়াখানায় খাচায় মোট ২০টি অজগর আছে। তারা ৩৫টি ডিম পাড়ে। ওই ৩৫টি ডিম আমরা সাপের খাঁচা থেকে সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবিটরে ৬০ দিন ধরে বিভিন্ন তাপমাত্রায় রেখেছিলাম। তার মধ্যে নয়টি ডিম নষ্ট হলেও ২৬টি ডিম ফুটে অজগর ছানা জন্ম নিয়েছে।

শাহাদাৎ আরও বলেন, ছানাগুলো ইনকিউবিটরে রাখা হবে, ১৫ দিন পর এরা চামড়া বদল করবে। ধীরে ধীরে এদের খাওয়া দেওয়া হবে। তিন মাস পর্যবেক্ষণে রাখা হবে। পরে এসব সাপ প্রকৃতিতে ছাড়া হবে।

তিনি বলেন, আমাদের জানা মতে বাংলাদেশে কোন চিড়িয়াখানায় এভাবে সাপের ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করেনি। আমরা পরীক্ষামূলকভাবে কাজটি করে সফল হয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.