Sylhet Today 24 PRINT

গ্রিন রোডে ভবনে বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৯

রাজধানী ঢাকার গ্রিন রোডে কমফোর্ট ডক্টরস চেম্বারের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা ওই কক্ষে রং ও কাঠের কাজ করছিলেন।

রোববার (৩০ জুন) সকাল নয়টার দিকে কাজ করার জন্য কক্ষে ঢুকে তাঁরা বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য সুইচ টেপেন। সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

তাঁরা হলেন- ফয়েজ (২৩), রাসেল (৩০), সুজন (১৯) ও রকিব (২২)।

হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, দগ্ধ চারজনকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। ফয়েজের ৪০ শতাংশ, রাসেলের ৬২ শতাংশ, সুজনের ১৮ শতাংশ এবং রকিবের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ শ্রমিকেরা জানান, বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কমফোর্ট ডক্টরস চেম্বারে বেশ কয়েকদিন ধরে তাঁরা সাজসজ্জা ও সংস্কারের কাজ করছিলেন। আজ সকাল নয়টার দিকে নিচতলার ওই কক্ষে গিয়ে বাতি জ্বালানোর জন্য এক কর্মী সুইচে চাপ দেন। সঙ্গে সঙ্গে বিকট শব্দে কক্ষটিতে বিস্ফোরণ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.