Sylhet Today 24 PRINT

রিকশা চলাচলের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৯

রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়কে রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছে রিকশাচালকরা।

সোমবার (৮ জুলাই) সকাল সাড় ৮টা থেকে মুগদা, মানিকনগর, মান্ডা, বালুরমাঠ ও কমলাপুর টিটিপাড়ায় সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন।

মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, প্রায় ৩ হাজার রিকশাচালক রাস্তায় অবস্থান করছে। মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তাজুড়ে অবস্থান নেওয়ায় ওইসব সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

সকাল ৮টা থেকে একদল লোক রাজধানীর মানিকনগরে সড়কে অবস্থান নেওয়ায় সায়েদাবাদ থেকে রামপুরা এবং খিলগাঁও, বাসাবো থেকে সায়েদাবাদের দিকে যান চলাচল বন্ধ হয়ে আছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন বলেন, রিকশাশ্রমিকরা সকাল থেকে রাস্তা অবরোধ করে রেখেছে। তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে।

জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী জানান, যারা আন্দোলন করছে তারা সাধারণ রিকশাশ্রমিক ও মালিক। রিকশা তুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী। আমরা চাই অবৈধ রিকশা উচ্ছেদে অভিযান হোক এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার হোক।

এ ব্যাপারে আমরা ১১ তারিখে (জুলাই) প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.