Sylhet Today 24 PRINT

ইউএনওকে উত্ত্যক্ত করার দায়ে নেত্রকোনায় তরুণের কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৯

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানমকে উত্ত্যক্ত করার অপরাধে এক তরুণকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে ইউএনও ফারজানা খানম ঢাকা থেকে বিআরটিসির বাসে করে কর্মস্থল দুর্গাপুরে আসছিলেন। পথে শ্যামগঞ্জ মোড় থেকে শিমুল ওই বাসে ওঠেন। বাসে ওঠার পর থেকেই তিনি ইউএনও ফারজানা খানমকে নানাভাবে উত্ত্যক্ত করেন।

ইউএনও নিজে ও বাসচালকের সহকারী শিমুলকে নিষেধ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। পরে ইউএনও থানায় জানালে বাসটি দুর্গাপুর বাসট্যান্ডে থামার পর শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ।

রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত শিমুলকে এক মাসের কারাদণ্ড দেয়।

দণ্ডিত শিমুল শেখ (২৫) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বারআনি গ্রামের মাহতাব শেখের ছেলে।

তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.