Sylhet Today 24 PRINT

ট্রাক খাদে পড়ে দুই আম ব্যবসায়ীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৯

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কামারপাড়া এলাকায় আম ভর্তি ট্রাক খাদে পড়ে দুজন আম ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ড্রাইভারসহ আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

নিহতরা হলেন— যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নুরুজ্জামান (৫০) এবং একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান (৫০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার খুব ভোরে একটি ট্রাক আম ভর্তি করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় কামারপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরও তিন জন।

ওসি আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.