Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে পাহাড় ধস

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৯

ফাইল ছবি

টানা বৃষ্টির মধ্যে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে আরেফিন নগরের বিশ্ব কবরস্থখান সংলগ্ন মাঝেরঘোনা পাহাড়ে ভূমিধস ঘটে।

বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার জানান, ভূমি ধসে দুজন মাটিচাপা পড়েন। তাদের উদ্ধার করা হয়েছে। তারা সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে চট্টগ্রামে, শনিবারও তা অব্যাহত রয়েছে।

বৃষ্টির মধ্যে গত কয়েকদিনে নগরীর বিভিন্ন পাহাড়ে ভূমিধসের ঘটনা ঘটলেও তাতে কারও প্রাণহানি হয়নি।

পাহাড় ধসে প্রাণহানি এড়াতে বর্ষার আগে থেকে ঝুঁকিপূর্ণ বসতিগুলো উচ্ছেদে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.