Sylhet Today 24 PRINT

ব্যাগে শিশুর মাথা, গণপিটুনিতে যুবকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৯

নেত্রকোনায় একটি শিশুর ‘মাথা কেটে’ ব্যাগে ভরে পালানোর সময় জনতার পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা পৌনে ১টার দিকে শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

২২ বছর বয়সী ওই যুবক রবিন ওই এলাকার একলাস উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।

রবিনের সঙ্গে থাকা ব্যাগে যে শিশুর কাটা মাথা পাওয়া গেছে, সে নেত্রকোনা শহরের কাটলি এলাকায় রইছ উদ্দিনের আট বছরের ছেলে সজীব।

স্থানীয়রা বলছেন, শিশুটির মাথা কেটে ব্যাগে নিয়ে দৌড়ে পালাচ্ছিলেন রবিন। এলাকার লোকজন তখন তাকে ধাওয়া করে।

নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, নিউটাউন এলাকায় জনতার পিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির মাথা ও যুবকের লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, পদ্মাসেতু তৈরিতে মাথা প্রয়োজন- এমন গুজবের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। ওই যুবক মাদকাসক্ত ছিল বলে আমরা জানতে পেরেছি। কেন সে এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম জানান, শিশুটির দেহ উদ্ধার করা যায়নি। ময়নাতদন্তের জন্য যুবকের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.