Sylhet Today 24 PRINT

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই বনদস্যু নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৯

সুন্দরবনে র‌্যাব ও বনদস্যু খালেক বাহিনীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ বাহিনী প্রধান খালেক ও সেকেন্ড ইন কমান্ড বেল্লাল নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি।

নিহত দস্যুদের লাশ খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মেজর সজিবুল ইসলাম।

তিনি আরও বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে র‌্যাবের টিম সুন্দরবনের জোংড়া খালে ঢুকলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যু খালেক বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। উভয়ের মধ্যে চলা ‘বন্দুকযুদ্ধে’ এ হতাহতের ঘটনা ঘটে।

প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার পরও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় ‘বন্দুকযুদ্ধে’ বেশ কয়েকজন বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার দুজন ছাড়াও এর আগে ২৯ মে চার জন ও ৬ মে তিন জন এবং ২৫ ফেব্রুয়ারি চার জন বনদস্যু র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.