Sylhet Today 24 PRINT

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৯

সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১–এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন কামরুল। তিনি বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার চরবনবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল হামিদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৮ সালে সিরাজগঞ্জের দিয়ার ধানগড়া মহল্লার আজিজের মেয়ে মুন্নি খাতুনের সঙ্গে চরবনবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে কামরুলের বিয়ে হয়। ২০১২ সালের ১১ জুলাই মুন্নির স্বামী যৌতুকের দাবিতে তাঁর স্ত্রী মুন্নিকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত নারীর বড় বোন পারুল খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.