Sylhet Today 24 PRINT

মিরপুরে ৫ জঙ্গি আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৯

রাজধানীর মিরপুরের রূপনগর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচজনকে আটক করেছে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট।

শুক্রবার দিবাগত রাত দেড়টায় তাঁদের আটক করা হয়।

শনিবার অ্যান্টিটেররিজম ইউনিটের পুলিশ সুপার মাহিদুজ্জামান বলেন, জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিন সদস্য আহত হন। এ সময় জাকারিয়া নামের একজন গুলিবিদ্ধ হন। বাসা থেকে দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল পরিমাণ জিহাদি বই ও পুস্তিকা উদ্ধার করা হয়েছে।

আনসার আল ইসলামের আটক হওয়া পাঁচ সদস্য হলেন- আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া, আহম্মদ আলী, সালমা ও আসমা ফেরদৌস।

মো. মাহিদুজ্জামান জানান, রূপনগরের ২৮ নম্বর সড়কের একটি বাড়ি থেকে পাঁচজনকে আটক করা হয়। তাঁরা এক দশকের বেশি সময় ধরে রূপনগরের এই বাড়িতে বসবাস করে আসছিলেন। আটক হওয়া সবাই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা সাতটি গুলি করতে বাধ্য হয় বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.