Sylhet Today 24 PRINT

মোবাইল চুরির অভিযোগে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৯

পুরান ঢাকার নবাবপুরে মোবাইল চুরির অভিযোগে রজব নামে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় আরও সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪ ও ঢাকার বিশেষ দায়রা আদালতের বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন।

যে তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন— রহিম ওরফে আরিফ, জিকু ও আবু বক্কর সিদ্দিক ওরফে টাইগার। তাদের তিন জনই পলাতক রয়েছেন।

অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পাওয়া সাতজন হলেন— মন্টি, মো. মিলন ওরফে চোপা মিলন, আকাশ ওরফে রাসেল, ফরহাদ হোসেন ওরফে ফরহাদ, সজিব আহমেদ খান, শহীন চাঁন খাদেম ও মোহাম্মদ আলী হাওলাদার বাবু।

এর মধ্যে মোহাম্মদ আলী হাওলাদার বাবু ছাড়া বাকি সবাই পলাতক।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন বিচারক।

আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামি রাজ কুমার, রুবেল ও শুককুর আলী মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.