Sylhet Today 24 PRINT

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে কলেজছাত্রের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৯

টাঙ্গাইলের মির্জাপুরে আরিফ খন্দকার কাজল (২০) নামে ডেঙ্গুতে আক্রান্ত এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরিফ উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের মো. আলম খন্দকারের ছেলে। তিনি মির্জাপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

হাসপাতাল ও তাঁর পারিবারিক সূত্র জানায়, রোববার প্রচণ্ড জ্বরসহ আরিফকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পরলে চিকিৎসক হাসপাতালে ভর্তি করান। গতকাল রাত ১০টার দিকে তার অবস্থার অবনতি হয়। এতে তিনি মারা যান।

কুমুদিনী হাসপাতালের পরিচালক প্রদীপ কুমার রায় বলেন, বুধবার রাতে তার রক্তের প্লাটিলেটের পরিমাণ কমে যায়। এতে তার শরীরে রক্তের প্রয়োজন হয়ে পড়ে। তার পরিবারের সদস্যদের রক্তের ব্যবস্থা করতে বলা হয়েছিল। কিন্তু রক্তের ব্যবস্থা করার আগেই আরিফ মারা যান।

হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অনিমেষ ভৌমিক বলেন, হাসপাতালটির সর্বশেষ তথ্যানুযায়ী ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.