Sylhet Today 24 PRINT

২২ দিন পর গাইবান্ধার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৯

গাইবান্ধায় সান্তাহার-লালমনিরহাট রেলরুটে ২২ দিন পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১টার দিকে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস যাত্রা করে।

রাজশাহীস্থ বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন ট্রেন চলাচলের উদ্বোধন করেন।

গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম জানান, এই রুটে ট্রেন চলাচল বন্ধ হবার পর থেকে লালমনিরহাট থেকে গাইবান্ধা এবং সান্তাহার থেকে বোনারপাড়ার মধ্যে লোকাল ও মেইল ট্রেন চলাচল করে। রংপুর ও লালমনিরহাট থেকে আন্তঃনগর ট্রেন ঢাকায় চলাচল করে পার্বতীপুর ও সান্তাহার ভায়া হয়ে। আজ থেকে গাইবান্ধা থেকে ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হলো।

প্রকৌশলী আফজাল হোসেন ট্রেনের ইঞ্জিনের সামনে উঠে ধীর গতিতে বিধ্বস্ত অংশ পার করেন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৭ জুলাই বন্যার পানিতে সান্তাহার-লালমনিরহাট রেলরুটের গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি থেকে ত্রিমোহিনী পর্যন্ত এলাকায় প্রায় ৫ কিলোমিটার অংশ ডুবে যায়। রেলপথের নিচের মাটি সরে যায়। ওই দিন বেলা ১১টা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.