Sylhet Today 24 PRINT

নোয়াখালীতে ডেঙ্গুতে প্রাণ গেল একজনের

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৯

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (১১ আগস্ট) সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

আমির লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাজধানী ঢাকায় থাকা অবস্থায় গত সাত দিন থেকে জ্বরে ভূগছিলেন আমির। শনিবার তিনি ঢাকা থেকে জ্বর নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দিয়ে বিকালে গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর আরও অসুস্থ হলে তাকে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রাত ১টার দিকে নোয়াখালী ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টায় তিনি মারা যান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আমির জ্বর নিয়ে রাত ১টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, ডেঙ্গু পরীক্ষার জন্য রক্ত নেওয়া হয়েছিল। রিপোর্টে তার এন্টিবডি পজিটিভ পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.