Sylhet Today 24 PRINT

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৯

বৈরী আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের পদ্মা নদীতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ আছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে নৌযান চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক (এজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী দুপুর সোয়া দুইটায় জানান, ঘাটের অবস্থা বেশ খারাপ। ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চালু হবে।

এদিকে ঘাটে বিভিন্ন ধরনের গাড়ির চাপ বেড়েছে। প্রায় তিন শতাধিক ছোটবড় যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে রো রো ফেরিসহ সব ধরনের ফেরি চলাচল সকাল ১০টা থেকে বন্ধ আছে। আবহাওয়া ভালো হলেই ফেরি চলবে। ঘাটে প্রায় তিনশ যানবাহন রয়েছে।

এই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।

শিমুলিয়া ঘাটের পরিদর্শক (টিআই) মো. সুলেমান জানান, সকাল ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ আছে। মাঝখানে আধা ঘণ্টার মতো লঞ্চ চলেছিল। পরে আবারও বন্ধ রাখা হয়।

এই ঘাটে যাত্রীর চাপও বেড়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.