Sylhet Today 24 PRINT

রাজধানীতে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৯

রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার রাত ১২ টার পর পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, রাত ১২ টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা র‍্যাব, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে গেছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তিনি শুনেছেন ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়। ঈদের ছুটি থাকায় কারখানায় কোনো লোকজন ছিলেন না।

এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাবুল মিয়া জানান, রাত পৌনে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১৫টি ইউনিট। ঘটনাস্থলে কর্তব্যরত ফায়ার সার্ভিসের লিডার মো. জহিরুল ইসলাম বলেন, কারখানায় পলিথিন ছিল। পলিথিনের কারণে প্রচণ্ড কালো ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনের ঘরে ওই প্লাস্টিক কারখানার কাজ চলে। ঈদের কারণে শ্রমিকেরা ছুটিতে গেছেন। ওই কারখানার পাশে জুতা ও টায়ারের কারখানা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.