Sylhet Today 24 PRINT

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৯

ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গার নওপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল থেকে সৈয়দপুরগামী একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে টেকেরহাটগামী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।

এর মধ্যে একজন হলেন ফরিদপুর থেকে টেকেরহাটগামী বাসের চালক ফরিদপুরের নগরকান্দা উপজেলার রওশন (৩৫) এবং আরেকজন হলেন ওই বাসের যাত্রী মীরা কুন্ডু (৬০)। আহত একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তাঁর পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। ভাঙ্গার নওপাড়া সেতুর কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় দুটি বাসের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.