Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে আজ বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আজ বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন ২০১৯।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের সহযোগিতায় আছে সহকারী ভারতীয় হাই কমিশন চট্টগ্রাম।

এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ ও ভারতের নজরুল সংগীতের বরেণ্য শিল্পীগণ, যার মধ্যে আছেন বাংলাদেশের ফেরদৌস আরা এবং ভারতের শিল্পী মঞ্জুষা চক্রবর্তী ও তুহিন পাল।

অনুষ্ঠানে নজরুল একাডেমি চট্টগ্রামের শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।

অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে নজরুল একাডেমি চট্টগ্রাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.