Sylhet Today 24 PRINT

উখিয়ার গহিন অরণ্যে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল গহিন অরণ্যে ৪টি দেশীয় অস্ত্র ও গোলা-বারুদসহ বিপুল পরিমাণ সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উপজেলার দুর্গম এলাকা হলদিয়া ইউনিয়নের বড়বিল গ্রামটি অনেকটা সন্ত্রাসীদের আস্তানা হিসেবে খ্যাত। বিশেষ করে এলাকাটি পার্বত্য অঞ্চলের নিকটবর্তী হওয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের বিচরণ ছিল এই গ্রামে।

স্থানীয় এলাকাবাসীর গোপন তথ্যের ভিত্তিতে একদল পুলিশ ঘটনাস্থল হলদিয়া উত্তর বড়বিল পাহাড়ি অঞ্চলের বাঁশঝাড়ের ভেতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৪টি দেশীয় অস্ত্র, কার্তুজ রাইফেল ৪টি, দেশীয় অস্ত্রের কার্তুজ ২টি, আনসার পোশাক ৩ সেট, সামরিক বাহিনীর পোশাকের ন্যায় ২ সেট, আনসার ক্যাপ ৪টি, ব্লেড ১ জোড়া, পিটি শো ১ জোড়া, ৩ জোড়া মোজা উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, এ ঘটনায় পুলিশ সন্ত্রাসীদের আটকের চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.