Sylhet Today 24 PRINT

বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৯

রাঙামাটির লংগদুতে বন্য হাতির আক্রমণে শরিফুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে মসজিদে যাওয়ার পথে বন্য হাতির সামনে পড়লে হাতির আক্রমণে তিনি মারা যান।

নিহত শরিফুল উপজেলার গুলশাখালী ইউনিয়নের যুবলক্ষীপাড়া গ্রামের এগদিল হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শরিফুল মঙ্গলবার ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামায পড়ার জন্য ঘর থেকে বের হন। মসজিদে যাওয়ার পথে বন্য হাতির সামনে পড়লে হাতির আক্রমণে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

গুলশাখালী ইউনিয়নের চেয়ারম্যান আবু নাছির বলেন, প্রায় সময়ই বন্য হাতির আক্রমণে এলাকার জানমালের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের পাশাপাশি হাতির অভয়াশ্রম করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.