Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগে আটক ৬

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৯

অবৈধভাবে রোহিঙ্গাদের পাসপোর্ট ও নাগরিক পরিচয়পত্র তৈরির কাজে যুক্ত প্রতারক চক্রের ছয় জনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে অবৈধভাবে তৈরি করা বিপুল পরিমাণ ভুয়া জন্ম নিবন্ধন সনদ ও নাগরিক পরিচয়পত্র।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সংলগ্ন কয়েকটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-২ কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।  

র‌্যাব জানায়, কক্সবাজারের টেকনাফ এবং উখিয়াসহ রোহিঙ্গা ক্যাম্পের অনেকেই অবৈধভাবে বিদেশে যাওয়া শুরু করেছে। দেশের কিছু দালালের সহযোগিতায় তারা পাসপোর্ট তৈরি করে নিচ্ছে। তবে পাসপোর্ট তৈরির জন্য জন্ম নিবন্ধন সনদ ও নাগরিক পরিচয়পত্র তৈরির কাজগুলো করতে একটি আইটি চক্র তাদের সহযোগিতা করছে। এই চক্রটি সফটওয়্যারের মাধ্যমে নাম পরিচয় ও ঠিকানা ঠিক রেখে অবৈধভাবে জন্ম নিবন্ধন সনদ ও নাগরিক পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের আশপাশে গড়ে ওঠা কম্পিউটার কম্পোজের ব্যবসার আড়ালে এই চক্রটি সনদ জালিয়াতির কাজ করে আসছে। বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারটি দোকানে অভিযান চালিয়ে এই জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন বয়সের রোহিঙ্গার ছবিসহ পঁচিশ হাজারেরও বেশি অবৈধ নাগরিক পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের ফরম পাওয়া যায় সেখানে।

র‌্যাব-২ কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুক বলেন, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কোনও অসাধু কর্মকর্তা বা কর্মচারী এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া অবৈধভাবে তৈরি করা নাগরিক পরিচয়পত্রগুলোতে সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারদের সিল-স্বাক্ষরও ব্যবহার করা হয়েছে। এসব জনপ্রতিনিধি এই জালিয়াতির কাজে জড়িত আছেন কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.