Sylhet Today 24 PRINT

পাবনায় ফেনসিডিল ও জিপগাড়িসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৯

পাবনায় এক অভিযানে ৬৮৩ বোতল ফেন্সিডিল ও ১ জিপ গাড়িসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১২ এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পরিচালক (এএসপি) মো. আমিনুল কবীর তরফদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে চেকপোস্ট স্থাপন করে গাছপাড়া চৌরাস্তার মোড়ে মো. রবিউল (৩৮), পিতা- মৃত চাঁন মিয়া, সাং- করিমাবাদ, পোষ্ট:-গোবিন্দপুর, থানা-মেঘনা, জেলা- কুমিল্লা; মোহাম্মদ আলী (৪০), পিতা মৃত জজ মিয়া, সাং-আড়ায়ানী, পোষ্ট:-বাওলাকান্দি থানা- গজারিয়া, জেলা- মুন্সিগঞ্জ এবং মো. ইব্রাহিম (৪২), পিতা- মৃত আব্দুল মালেক, সাং- দাগ নং-৯৪৯, বাসা নং ১৮/৩, লেন-২২, পূর্ব বাড্ডা পোষ্ট অফিস রোড, বাড্ডা-১২১২, ঢাকা এই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামিদের ব্যবহৃত জিপ গাড়ি হতে ৬৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহনের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো।

ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.