Sylhet Today 24 PRINT

বাঘাইছড়িতে জেএসএসের দুই সমর্থককে গুলি করে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৯

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম গ্রাম নবছড়ায় প্রতিপক্ষের লোকেরা এমএন লারমা সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) দুই সমর্থককে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার মধ্যরাতে বাসায় ফেরার পথে তাদের হত্যা করা হয়।

নিহতরা হলেন— রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

জনসংহতি সমিতির (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞান জীবন চাকমা জানান, মঙ্গলবার মধ্যরাতে রিপেল চাকমা ও বর্ষণ চাকমা বাসায় যাওয়ার পথে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপের সামনে পড়লে তাদেরকে হত্যা করা হয়। মূলত নিহত দুজন আমাদের দলকে সাপোর্ট করার কারণে সন্তু লারমার লোকেরা তাদের হত্যা করেছে।

অভিযোগের বিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সঙ্গে যোগাযোগ করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

বাঘাইছড়ি থানার ইনচার্জ (ওসি) এমএ মনজুর বলেন, যেখানে ঘটনা ঘটেছে এলাকাটি খুবই দুর্গম। পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুফি উল্লাহ বলেন, বাঘাইছড়ি থানাধীন মারিশ্যা ইউনিয়নের মরাকচুছড়া ওরফে ছোট কচুছড়া নামক এলাকায় এমএন লারমার (সংস্কারের) দুই সমর্থককে রাতে পাহাড়ি সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। বাঘাইছড়ি থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.