Sylhet Today 24 PRINT

তিস্তায় নৌকা ডুবে নিখোঁজ ১০

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৯

কুড়িগ্রামে তিস্তা নদীতে খেয়া নৌকা ডুবে অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন।

রোববার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এই নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান বলে জানিয়েছে পুলিশ।

তবে দুপুর আড়াইটা পর্যন্ত ডুবে যাওয়া নৌকা কিংবা নিখোঁজদের উদ্ধারের কোন খবর মেলেনি।

রাজারহাট থানার ওসি কৃষ্ণ চন্দ্র সরকার জানান, বুড়িরহাট স্পারের কাছে খেয়াঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা তিস্তা নদী পাড়ি দেওয়ার সময় ডুবে যায়। ১৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো ১০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

দুর্ঘটনার শিকার নৌকার মাঝি আকবর আলী বলেন, টি-বাঁধের মাথায় ধাক্কা লেগে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এরপর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এরপর আর কিছু মনে নেই।

ঘটনাস্থল পরিদর্শন করে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান জানান, কুড়িগ্রাম ফায়ার সার্ভিস টিম নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.