Sylhet Today 24 PRINT

শার্শায় এইডস সচেতনতায় করণীয় শীর্ষক আলোচনা সভা

যশোর প্রতিনিধি |  ১৬ অক্টোবর, ২০১৯

পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) যশোর সংযোগ প্রকল্পের আয়োজনে এইডস ও এর প্রতিকারের লক্ষে সাধারণ মানুষকে সচেতনতায় করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিএসটিসির সংযোগ প্রকল্পের জেলা সমন্বয়কারী সৈয়দা নুরে নাবিলা তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মেডিকেল অফিসার ডা. অশোক কুমার সাহা।

এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী মেডিকেল সার্জেন্টসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত জনসাধারণ।

পিএসটিসির সংযোগের বিভিন্ন কর্মকাণ্ডের উপর তথা এইডস ও এর সংক্রামণের হাত থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন অতিথিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পিএসটিসির ফিল্ড সুপারভাইজার উৎপল রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.