Sylhet Today 24 PRINT

সাংবাদিক পরিচয়ে কীর্ত্তনখোলায় ইলিশ শিকার, আটক ১০

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৯

সাংবাদিক পরিচয়ে বরিশালের কীর্ত্তনখোলা নদীতে ইলিশ ধরার সময় কোস্টগার্ডের হাতে ১০ জন আটক হয়েছেন। এছাড়া মাছ ধরার একটি ট্রলার, ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।

আটক কথিত সাংবাদিকরা হলেন, ঝন্টু, হাসিব, ইমরান, রানা, আব্দুর রহমান, জহিরুল চৌধুরী, আরিফ হোসেন, মোর্শেদ আলী ইমন, হাফিজুর রহমান, রুহুল আমিন।

অভিযান পরিচালনাকারী আবিদুল ইসলাম বলেন, এই চক্রটি প্রতি বছর কৌশলে ইলিশ শিকার করে আসছিল। এবারও একইভাবে এক কালারের গেঞ্জিতে একটি কথিত সংবাদপত্রের নাম লিখে শুক্রবার বিকালে ইলিশ নিধন করছিল। এসময় কোস্টগার্ডের অভিযানে তাদের আটক করা হয়। তখন নিজেদেরকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা চালায়। পরে খবর নিয়ে জানা যায় তারা প্রতারক চক্র।

মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, আটককৃতদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.