Sylhet Today 24 PRINT

বোরহানউদ্দিনে বিজিবি মোতায়েন

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৯

ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় চরম উত্তেজনা চলছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারে করে জরুরি ভিত্তিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ পোস্ট দেওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে ‘মুসলিম তাওহিদী জনতা’র ব্যানারে এক সমাবেশের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় কয়েকশ মানুষ। এ ঘটনায় এক মাদ্রাসাছাত্রসহ অন্তত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক। বোরহানউদ্দিন উপজেলা সদরে বেলা পৌনে ১১টার পর থেকে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মাহাফুজ, মিজান, শাহীন ও মাহবুব নামে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে সাংবাদিকসহ অন্তত অর্ধশত। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বোরহানউদ্দিন থানার উপ পরিদর্শক (এসআই) মোহাইমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.