Sylhet Today 24 PRINT

ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৯

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষের পর পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

এসপি সরকার মোহাম্মদ কায়সার মঙ্গলবার (২২ অক্টোবর) জানান, গত রোববার তার ফেসবুক আইডি হ্যাকড হয় এবং এখন পর্যন্ত সেটি হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও জানান, গতকাল রাতে তার ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে এবং তারপর থেকে তিনি ওই অ্যাকাউন্টটিতে আর ঢুকতে পারছেন না।

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সকালে ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি জানান, সোমবার রাতে কোনো একসময় পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক করা হয়। পরে সকালে তিনি একটি সাধারণ ডায়রি করেন, যার নম্বর ৯৯৩, তারিখ ২২/১০/১৯।

তবে কে বা কারা তার আইডি হ্যাক করেছে সে ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আইডিটি উদ্ধারের চেষ্টা ও বিষয়টির তদন্ত চলছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.