Sylhet Today 24 PRINT

বেনাপোলে শ্রমিকদের ওপর হামলা: ৩২ জনের বিরুদ্ধে মামলা

বেনাপোল প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০১৯

বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ৩২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাতে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের গ্রুপ সরদার (৯২৫) আবুল কালাম বাদী হয়ে বেনাপোল বন্দর থানায় এ মামলা করেন।

বেনাপোল বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলী (৪০) কে প্রধান আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, সোমবার (২৮ অক্টোবর) সকালে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে বন্দর শ্রমিক আমদানিকৃত পাথর লোড-আনলোড করছিল। এ সময় পৌর কাউন্সিলর রাশেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী কর্মরত ওই শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে আট শ্রমিক আহত হন। এ সময় শ্রমিকদের ব্যবহৃত চারটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। প্রভাব বিস্তার করতে একটি পক্ষ বেনাপোল বাজার ও তালশারি মোড়ে তিনটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় বলেও জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.