Sylhet Today 24 PRINT

শার্শায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৯

শার্শায় শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থী সমন্বয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকালে শার্শা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এসময় শার্শা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ এমপি শেখ আফিল উদ্দিন।

প্রধান অতিথি বলেন, ‘বিদ্যালয়গুলোতে এমন পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আনন্দ অনুভব করে। প্রতিদিন তারা যেন বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি আনন্দ নিয়ে বাড়ি যেতে পারে। এমন ব্যবস্থা করতে হবে। তাদের মানসিকতা এমনভাবে বিকশিত করা প্রয়োজন, যাতে তারা প্রশংসার আনন্দ উপভোগ করতে পারে। তবেই তাদের কোমল হৃদয়ে শিক্ষার প্রতি তীব্র আকর্ষণ সৃষ্টি হতে পারে। যা শিক্ষা ব্যবস্থায় মৌলিক ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাপনার অংশ হিসেবে বিবেচিত হতে পারে।’

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস সহ সকল শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.