Sylhet Today 24 PRINT

মেহেরপুরে পেঁয়াজ বর্জনের শপথ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৯

দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ বর্জনের শপথ নিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার প্রভাতী সংঘ নামে একটি সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৬ নভেম্বর) সকালে গাংনী মহিলা ডিগ্রি কলেজ আঙিনায় শপথ বাক্য পাঠ করান সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক রফিকুর রশিদ রিজভি, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলীসহ প্রভাতী সংঘের নেতাকর্মীরা।

শপথে বলা হয়, ‘আমরা শপথ করছি যে, পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অন্যায়। আমরা এ অন্যায়ের প্রতিবাদ করছি। সেই সঙ্গে যতদিন পেঁয়াজের দাম স্বাভাবিক হবে না ততদিন আমরা পেঁয়াজ বর্জন করলাম। আমাদের রান্নাঘরে আজ থেকে পেঁয়াজ ঢুকবে না। আজকের এই শপথ অনুষ্ঠান থেকে সবাইকে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাই।’

গাংনীর সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম বলেন, ‘পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি মহা অন্যায়। এর প্রতিবাদ করা জরুরি। অন্যায়ের প্রতিবাদে আমরা পেঁয়াজ বর্জনের ঘোষণা বাস্তবায়ন করব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.