Sylhet Today 24 PRINT

বিয়েতে উপহার ১ কেজি পেঁয়াজ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৯

পেঁয়াজের দাম দুইশ' ছাড়িয়েছে, এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এই আলোচনার সময়ে নারায়ণগঞ্জে এক বিয়ের অনুষ্ঠানে বর-কনেকে এক কেজি উপহার দিয়ে অভিনব প্রতিবাদ হয়েছে।

দৈনিক সমকাল এক প্রতিবেদনে জানায়, শনিবার দুপুরে নারায়ণগঞ্জের দেওভোগস্থ হৃদম প্লাজা কমিউনিটি সেন্টারে পিয়াস-খাদিজার বৌভাতে এ ঘটনা ঘটে। বন্ধুরা তাদের উপহার দিয়েছেন এক কেজি পেঁয়াজ।

জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুরাইলের মোহাম্মদ পিয়াস ও ফতুল্লা বক্তাবলীর কনে খাদিজার বিয়ে গত বছরে অনুষ্ঠিত হয়। তবে শনিবার দুপুরে ওই কমিউনিটি সেন্টারে পিয়াস-খাদিজার বৌভাতের আয়োজন হয়। অনুষ্ঠানের মাঝখানে মঞ্চে উপস্থিত বর-কনের হাতে পেঁয়াজের প্যাকেট তুলে দেন বন্ধু সুমন, হৃদয়, শান্ত, ইমরান, সাব্বির। এ সময় অতিথিদের মধ্যে পেঁয়াজ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়। অবশ্য বর-কনে পেঁয়াজ পেয়ে বেশ খুশি।

পেঁয়াজ উপহার নিয়ে সুমন ও হৃদয় জানান, সারা দেশে পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরিবারের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। শনিবার বন্ধু পিয়াসের বৌ-ভাতে পেঁয়াজ উপহার দেওয়ার ইচ্ছা জাগে। অন্যান্য বন্ধুরাও এতে একমত হয়। বাজার থেকে এক কেজি পেঁয়াজ কিনে বিশেষ উপহার বাক্সে নিয়ে বর-কনের হাতে দেয়া হয়।

বর পিয়াস বলেন, আমার বিয়েতে সব উপহারের মধ্যে পেঁয়াজের উপহার আমার কাছে অনেক মূল্যবান। কারণ পুরো বাংলাদেশ এখন পেঁয়াজের গরমে অস্থির। হয়তো আমার বন্ধুরা পেঁয়াজ উপহার দিয়ে প্রতিবাদ করেছে। এমন মূল্যবান ও ব্যতিক্রমী উপহার দেওয়ার জন্য তিনি বন্ধুদের ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.