Sylhet Today 24 PRINT

দ্রব্যমূল্য হ্রাসের দাবি ঐক্য ন্যাপের

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৯

পাবনা জেলা ঐক্য ন্যাপের সভাপতি, প্রবীণ জননেতা ও বিশিষ্ট সাংবাদিক এডভোকেট রণেশ মৈত্র ও সাধারণ সম্পাদক আপেল মাহমুদ এক যুক্ত বিবৃতিতে ক্রমাগতভাবে চাল, পেঁয়াজ, তেলসহ বহু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সকল দ্রব্যমূল্য স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছেন।

যুক্ত বিবৃতিতে তাঁরা বলেন, সরকার ঐ সকল পণ্যের বড় বড় ব্যবসায়ীরা যে সিন্ডিকেটগুলি গড়ে তুলেছেন-তাদের দমন করার পরিবর্তে তাদের পৃষ্ঠ পোষকতা করার ফলে ঐ অসৎ ব্যবসায়ীরা দুঃসাহসী হয়ে উঠেছে। ধরাকে সরা জ্ঞান করে দফায় দফায় পণ্যগুলির মূল্য বৃদ্ধি ঘটিয়ে স্বল্প ও নিম্ন আয়ের কোটি কোটি মানুষের জীবন বিপর্যস্ত করে তুলছে।

ঐক্য ন্যাপ নেতৃবৃন্দ, অবিলম্বে অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেটগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বন এবং কালবিলম্ব না করে সকল নিত্য সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস করে স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান।

ঐক্য ন্যাপ নেতৃবৃন্দ একই সাথে পরিবহন মালিক-শ্রমিকদের অযৌক্তিক দাবিগুলির সাথে আপোষ না করে তাদের অযৌক্তিক আবদারগুলির কাছে আত্মসমর্পণ না করে পরিবহন আইন-২০১৮ পূর্ণাঙ্গভাবে কার্যকর করারও দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.