Sylhet Today 24 PRINT

বিপদমুক্ত আছেন স্বর্ণজয়ী পিয়া

এসএ গেমস

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৯

এসএ গেমসের কারাতে ইভেন্টে দেশকে স্বর্ণ এনে দেন মারজানা আক্তার প্রিয়া। আর তারপরের দিনই তাকে নিতে হলো হাসপাতালে।

বুধবার (৪ ডিসেম্বর) ইভেন্টে অংশগ্রহণের সময়ই মাথায় আঘাত পান স্বর্ণজয়ী এই অ্যাথলেট। মাথায় আঘাত পাওয়ার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তবে আঘাত খুব একটা গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। পিয়া বর্তমানে বিপদমুক্ত রয়েছেন।

সূত্র মতে, শ্রীলঙ্কান প্রতিপক্ষের সাথে খেলার সময় কানের নিচে আঘাত পান বাংলাদেশের স্বর্ণজয়ী এই কারাতে প্রতিযোগী। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে ব্যাথানাশক ওষুধ দেন।

উল্লেখ্য, এসএ গেমসে কারাতের নারী এককে বাংলাদেশকে তৃতীয় স্বর্ণ এনে দেন মারজানা। আসরের দ্বিতীয় দিনে ৫৫ কেজি কুমিতে পাকিস্তানের প্রতিযোগীকে ৪-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ ছিনিয়ে এনেছেন তিনি। এর আগে সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন মারজানা আক্তার পিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.