Sylhet Today 24 PRINT

ভারতে অনুপ্রবেশকালে নওগাঁয় আটক ৩

সাপাহার প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০১৯

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাংগা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বিজিবি ৩ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কলমুডাংগা সীমান্ত ফাঁড়ি এলাকার ২৩৯/১০আর পিলার (কাড়িয়াপাড়া) গ্রামের পাশ দিয়ে ৩জন যুবক অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কলমুডাংগা বিজিবির একটি টহলদল ওই স্থানে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চালা গ্রামের হরিভোলা রাজবংশীর ছেলে মদন রাজবংশী (৩০) একই গ্রামের মিশু দাসের ছেলে অভিজিৎ (৩০) ও সাপাহার উপজেলার হাপানিয়া বেলডাংগা গ্রামের ইদ্রিস আলীর ছেলে ওয়াসিম আলীকে (৩৫) আটক করে।

এসময় তাদের নিকট থেকে ১৪ ভরি ওজনের বেশ কিছু রৌপ্যের গহনা উদ্ধার করা হয়।

বিজিবি রোববার সন্ধ্যায় আটক যুবকদের সাপাহার থানায় সোপর্দ করে।

এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন জানান, অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ চেষ্টার দায়ে তাদের বিরুদ্ধে বিজিবি একটি মামলা দায়ের করেছে। সোমবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.