Sylhet Today 24 PRINT

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীরবিক্রম মহিবুল্লাহর ৪৮তম শাহাদাৎবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০১৯

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহর ৪৮তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) খুলনাস্থ শহীদদের মাজারে ভারপ্রাপ্ত কমান্ডার খুলনা নেভাল এরিয়া কমডোর এস এম মনিরুজ্জামান পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময়ে খুলনা নৌ অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা ও নৌ সদস্যগণ উপস্থিত ছিলেন।

দিবসটি পালন উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের নামে নামকরণকৃত নৌবাহিনী জাহাজে পতাকা অর্ধনমিত রাখা হয়।

এছাড়া বাদ যোহর খুলনা নৌ অঞ্চলের সকল মসজিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.